বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
নাছির উদ্দিন প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভায় ২২ শত গরীব অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
এই সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক,চরপার্বতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান,বসুরহাট ব্যাবসায়ী সমবায় সমিতির সাধাণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম প্রমূখ।
এই সময় মেয়র বলেন, করোনাভাইরাস বিশ্ব আজ মহামারি আকার ধারণ করেছে। আমাদের কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই। দেশে খাদ্য মজুত আছে। আমাদের এখন নিয়ম মানতে হবে, ঘরে থাকতে হবে। নিজেকে এই সংক্রমণ থেকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে পরিবার, পাড়া-প্রতিবেশীকে।
Leave a Reply