শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

নোয়াখালীতে নতুন করে আরও ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

সালেহ  উদ্দিন সবুজ: নোয়াখালীতে নতুন করে আরও ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত -১৮০৯ জন, মৃত্যু-৪০ জন ও সুস্থ হয়েছেন ৬৮০ জন।

বুধবার ২৪ই জুন সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২১ ও ২২ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২৩ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। গত চব্বিশ ঘন্টায় ল্যাবে স্যাম্পল প্রেরণ-১৩০ জনের, ফলাফল এসেছে-২৬৩ জনের। এযাবৎ দুইটি ল্যাবে মোট স্যাম্পল প্রেরণ-৯৮৯৯ জনের, ফলাফল এসেছে- ৮৮৩৩ জনের।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১০৫৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন।

করোনার ভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। সদর ও বেগমগঞ্জ উপজেলায় গতকাল লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৩টি প্রতিষ্ঠানকে ৪৫০০ টাকা জরিমানা এছাড়া সড়কে যানবাহন চলাচল করায় ১০টি গাড়ী আটক করেছে মোবাইল কোর্ট ।

নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: বেগমগঞ্জে সর্বোচ্চ- ৫৯৯ জন,সদরে-৫৯৪জন, চাটখিলে-১১৩জন, সোনাইমুড়ীতে-৮৯জন,কবিরহাটে-১৫৪জন, কোম্পানীগঞ্জে-৬৮ জন, সেনবাগে-৮৫ জন, হাতিয়া-১৫ জন ও সুবর্ণচরে-৯২ জনসহ মোট জেলায়- ১৮০৯ জন আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web