বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
সালমা হক রিয়া:নোয়াখালী জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির বৃদ্ধার মৃত্যু হয়েছে।নিহত আবদুল গোফরান (৭০), সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জেল সুপার মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কারা হাজতি গোফরান বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। গোফরান মারামারি মামলার আসামি ছিল। গত (২ জনু) সেনবাগ থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply