মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৩:২৯ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে সর্বত্র কাজ করছে পুলিশ। পুলিশ সদস্যদের দায়িত্বপালনে নিরাপদ করতে নোয়াখালী পুলিশ সুপার কে কেএন-৯৫মাক্স উপহার দিলেন চৌমুহনী বাজারের ব্যবসায়ী মেসার্স আবুল খায়ের এন্ড আদার্স।
এসময় পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, করোনা ভাইরাসে মৃত্যু বরনকারীদের দাফন, করোনা রোগীদের বাড়ীতে খাবার পৌছে দেয়া সহ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ যাচ্ছে পুলিশ বাহিনী। পুলিশ সদস্যদের সামগ্রিক ঝুঁকির বিষয়টি সামনে রেখে পুলিশ সদস্যদের মাঝে ইতোমধ্যে বিভিন্ন সময় সুরক্ষা সামগ্রী এবং ঔষধ বিতরন করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার কার্যলয়ে আলমগীর হোসেনের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন আবুল খায়ের এন্ড আদার্স কোম্পানীর পরিচালক আবুু সুফিয়ান মো.আরিফ হোসেন তুহিন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।
Leave a Reply