রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন
প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনীতে কর্মরত চারজন গণমাধ্যমকর্মী। গত ২০ দিনে বিভিন্ন সময়ে তাঁদের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নমুনা সংগ্রহ করা হলে একই দিন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রেরিত প্রতিবেদনে দৈনিক আমাদের নতুন সময়-এর প্রতিনিধি ও সাপ্তাহিক ‘ফেনী বার্তা’-এর ব্যবস্থাপনা সম্পাদক এম. এমরান পাটোয়ারীর করোনা পজিটিভ আসে। তিনি শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বাসায় আইসোলেশনে রয়েছেন।
গত ৪ জুন নমুনা দেন দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি জহিরুল হক মিলন। গত ৮ জুন তাঁর করোনা পজিটিভ আসে। তিনি এখন সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাঁর দ্বিতীয় নমুনাও নেওয়া হয়েছে। তবে এখনো ফলাফল আসেনি।
গত ৩১ মে নমুনা দিলে সময় টিভি-এর ক্যামেরাপারসন মীর হোসেন রাসেলের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টের কারণে তাঁকে অক্সিজেন দেওয়ায় এখন অনেকটা সুস্থ আছেন।
এ ছাড়া দৈনিক ইনকিলাব-এর দাগনভূঞা প্রতিনিধি সৈয়দ ইয়াছিন সুমন করোনায় আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর কুর্মিটোলায় প্রেরণ করা হয়। বর্তমানে দাগনভূঞা পৌর শহরের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
Leave a Reply