শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মিলন ঘোষ (৮২) নামের আরো এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। মোট আক্রান্ত ৬০৮। সুস্থ হয়েছেন ২৪৭ জন।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।
তিনি বলেন, অসুস্থতা বোধ করায় গত ১৬ জুন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন ঘোষ ও তার স্বামীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর পর বুধবার দুপুরে রিপোর্টের ফলাফল আসে। এতে স্বামী-স্ত্রী দুজনের করোনা পজিটিভ আসে। ওইদিন বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, মৃত গৃহবধূর বাড়ি লকডাউন করা হয়েছে। তার স্বামী নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
Leave a Reply