
প্রতিবেদক: করোনা থেকে সেরে উঠে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৭ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি বিষয়টি নিশ্চিত করেন।
লতিফ বকশি জানান, আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় শনিবার দুপুরে করোনা জয় করে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী। ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন বিশ্রাম নেবেন। মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।
গত ১৭ জুন করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বাণিজ্যমন্ত্রী । রাজনৈতিক অঙ্গনের পরিচিত নাম টিপু মুনশি। পোশাক শিল্পে ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
Leave a Reply