শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন
চাটখিল প্রতিনিধি: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর ব্যক্তিগত অর্থায়নে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ১৪টি সেন্ট্রাল অক্সিজেন বেড উদ্বোধন করা হয়।
শনিবার বিকেলে ফিতা কেটে বেডগুলো উদ্বোধন করেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক জনাব মোঃ বেলায়েত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সহিদুল ইসলাম নয়ন, ডাঃ তামজিদ হোসেন।
জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার জানান, এখন থেকে চাটখিলে আক্রান্ত করোনা রোগীদের চিকিৎসা এখানেই করা যাবে। তবে গুরুতর অসুস্থ হলে রোগীদেরকে জেলা সদরে অথবা ঢাকা প্রেরণ করতে হবে।
উল্লেখ্য বাংলাদেশে সর্ব প্রথম ব্যাক্তিগত অর্থায়নে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম স্থাপনের ব্যবস্থা সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
Leave a Reply