শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০২ অপরাহ্ন
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘরের মধ্যে কাজ করতে গিয়ে অসাবধানতাবসত এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে ৩নং ওয়ার্ড অর্জুনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু ওই গ্রামের আবুল হাসেম ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে কাজ করছিলেন সেন্টু। এসময় বিদ্যুতের ফ্যানের সুইজ দেওয়ার সময় অসাবধানতাবসত লিকেজ তারের সঙ্গে লেগে বিদ্যুস্পৃষ্টে আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।
Leave a Reply