শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দৃর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি সদস্য মো. হোরন উদ্দিনকে হত্যার ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের জানাযায় হাজারো মানুষের ঢল নেমেছে। এসময় প্রধান খুনিসহ অন্যান্য খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবী করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় হাজী আব্দুল ওহাব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
নিহত ইউপি সদস্য আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ওয়ার্ডের পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নান’র ছেলে। এদিকে নিহতের জানাযায় উপস্থিত হয়ে সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান বলেন, নিহত হোরন মেম্বার একজন সৎ ও নিষ্ঠাবান ইউপি সদস্য ছিলেন। কোন প্রকার লোভ লালসা তার ভিতরে ছিলো না।
সে সব সময় অন্যায়ের প্রতিবাদ করতো বিধায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। তার হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি হবে। তিনি আরো বলেন, আমার নেতা একরামুল করিম চৌধুরী এমপি এ ঘটনার পর থেকে আমার সাথে সার্বক্ষনিক এ ব্যাপারে কথা বলেছেন এবং হোরনের পরিবারের খোঁজ খবর নিচ্ছে । এমপি একরামুল করিম চৌধুরীর নির্দেশে এ পরিবারেরর পাশে আমি দাঁড়িয়েছি , তাদের একটি ঘর নির্মাণ করে দিবো এবং সব সময় আমি এ পরিবারের পাশে থাকবো ।
অপরদিকে নিহতের স্বজনরা দাবী বলেন, হোরন মেম্বারকে যারা হত্যা করেছে তারা সবাই চেয়ারম্যান আলী হায়দার বকসীর ছেলেদের সাথে চলাফেরা করতো। তবে অভিযোগটি চেয়ারম্যান বকসী অস্বীকার করেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. আতাউর রহমান নাসের, ২০ নং আন্ডারচর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার বকশীসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা উপস্থিত ছিলেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর উদ্দিন জানান, এ ঘটনার গুলিবিদ্ধ ইউপি সদস্য ঘটনার দিন রাতেই একটি মামলা দায়ের করে ছিলেন। এখন পর্যন্ত গতকাল রাতে এজাহার ভুক্ত আসামী একজনকে গ্রেফতার করেছি। প্রধান আসামীসহ বাকিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এ মামলার ১নং আসামী ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি ইউছুপকে তার পদ থেকে বহিস্কার করা হয় ।
Leave a Reply