বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
প্রতিবেদক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে প্রান্তিক কৃষকদের যেন খাদ্য সংকটে পড়তে না হয় এ উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কৃষির আওতায় বসতবাড়ির সবজি পুষ্টি স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে সার, সবজি বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রতি ইউনিয়ননে ৩২ জন করে উপজেলার ৮ ইউনিয়নে ২৫৬ জন কৃষকের মাঝে এ বীজ, সার ও পরিচর্যার জন্য এক হাজার ৯৩৫ টাকা করে বিকাশের মাধ্যমে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএনএম সেলিম উদ্দিন প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে প্রান্তিক কৃষকদের যেন খাদ্য সংকটে পড়তে না হয় সেজন্য পারিবারিক কৃষির আওতায় বসতবাড়ির এক শতক জমিতে সবজি ও পুষ্টি বাগান স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, করোনাকালীন সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় যেসব প্রান্তিক কৃষক এক শতক জমিতে শাকসবজি চাষাবাদ করবেন তাদের বিনা মূল্যে বীজ-চারা ও প্রণোদনা বাবদ নগদ অর্থ সহায়তা করা হচ্ছে।
Leave a Reply