বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সাথে সমন্বয় করে নোয়াখালীর কবিরহাট পৌরসভার মেয়র ও কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান করোনা ভাইরাস এর মাঝে পৌর এবং পুরো কবিরহাট উপজেলাবাসীর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে তিনি পৌরসভার মানুষের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। মানুষকে সচেতন করার জন্য পৌরসভার ওয়ার্ডগুলোতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়েছে। এর পাশাপাশি পৌরসভার বাজারগুলোতে জীবানু নাশক স্প্রে ছিটিয়েছেন।করোনার শুরুতেই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০ হাজার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন যা সু-শৃংখলভাবেই বিতরণ করা হয়েছে ।
জহিরুল হক রায়হান বলেন, ইতোমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন আমি আমার নেতা জনাব ওবায়দুল কাদের এবং জনাব একরামুল করিম চৌধুরীর নির্দেশনায় তাদের জন্য ১৫ দিনের খাবারের ব্যবস্থা করেছি । যাতে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য সামগ্রী রয়েছে । এই ব্যবস্থা করেছি যেন ওই পরিবারের কাউকেই ঘর থেকে বের হতে না হয়। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তথ্য নিয়ে সাথে সাথে ওই পরিবারগুলোকে খাবার পৌঁছে দিচ্ছি ।
তিনি আরো বলেন,বাংলাদেশের কোথাও উপজেলা পর্যায়ে আইসোলেশন বেডের ব্যবস্থা রয়েছে কিনা আমার জানা নেই কিন্তু কবিরহাট উপজেলায় আমরা ৫০ বেডের আইসোলেশন বেডের ব্যবস্থা করেছি এবং সেটি অক্সিজেন ব্যবস্থাসহ । কবিরহাটের যারা ডাক্তার রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং করোনা রোগির সেবা করতে গিয়ে ইতোমধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়েছেন । কবিরহাট থানায় যে সমস্ত পুলিশ সদস্য কর্মরত আছেন তারাও পরিশ্রম করে মানুষকে সচেতন করছেন এবং আজ পর্যন্ত প্রায় ১৯ জন করোনা পজেটিভ হয়েছেন ।
মেয়র বলেন,এই মহামারী করোনায় আমার পৌরসভার একজন কাউন্সিলর আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন ।এছাড়াও নরোত্তম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতনও মৃত্যু বরণ করেন। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কবিরহাট উপজেলা এবং পৌরসভার মানুষকে সচেতন করার জন্য এবং তাদেরকে করোনা থেকে মুক্ত রাখার জন্য। তবে আমি আমার পৌরসভার মানুষদের অনুরোধ করবো আপনি নিজে এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন ।
Leave a Reply