রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে বেগমগঞ্জ উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৬১ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা-২১৫৩ জন, মৃত্যু-৪৪ জন ও সুস্থ হয়েছেন ৯৬৬ জন।
বুধবার ১ জুলাই সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২৮ ও ২৯ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ৩০ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১১১৫ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৬৬৮ জন, বেগমজঞ্জ-৬৫৫জন, চাটখিলে-১৪১জন, সোনাইমুড়ীতে-১১৮জন,কবিরহাটে-২১৯জন,কোম্পানীগঞ্জে-৯৯ জন, সেনবাগে-১০০ জন, হাতিয়া-২৪ জন ও সুবর্ণচরে-১২৯ জনসহ মোট জেলায়- ১৬৫৭ জন আক্রান্ত।
নোয়াখালীতে করোন ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে সাথে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান, নোয়াখালীর রেলওয়ে ষ্টেশন ম্যানেজার ফকরুল ইসলাম নোমান।
Leave a Reply