বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:০৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুরে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলায় সাবেক ছাত্রলীগ নেতা মিলু ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে স্থানীরা এ মানববন্ধন করেছে।৯নং ওয়ার্ডের দরবেশপুর গ্রামের স্থানীয় এলাকাবাসী হেঞ্জুর মোড়ে এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে ও স্থানীয় এলাকাবাসী পুলিশ খোকন, হেঞ্জু দোকানদার, কালা মিয়া, আনোয়ার হোসেন, ফয়েজ উদ্দিন, আলাউদ্দিন, আমিন, সেলিম উদ্দিন, ফয়সাল, মনোয়ার হোসেন, সফিক, বোরহানসহ আরো অনেকে জানান, নোয়াখালী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার শাহানা বেগম তার বোন সেলিনা আক্তারের বাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নারী দিয়ে অনৈতিক কাজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। মাদক ব্যবসার সুবাদে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন তার বাড়ীতে রাত-দিন আসা যাওয়া করে। আমরা তার এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় সেলিনা আক্তার বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকী ও নারী দিয়ে মিথ্যা মামলার আসামী করে হয়রানী করবে বলে হুমকী-ধমকী দিয়ে আসছে।
বিষয়টি আমরা সাবেক ছাত্রলীগ নেতা মিলুকে জানানো হলে সে সেলিনাকে মাদক ব্যবসা করতে নিষেধ করে। তার জের ধরে কিছুদিন পূর্বে তার দেবর তাকবিরকে দিয়ে মিলুসহ ১০/১৫ জনের নামে একটি মিথ্যা মামলা দিয়েছে। এখন আবার তার মেয়েকে দিয়ে সুধারাম থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছে বলে আমরা শুনেছি। আমরা এ বিষয়ে জননেতা একরামুল করিম চৌধুরী এমপি মহোদয়, মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ উদ্ধর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিয়য়ে সাবেক ছাত্রলীগ নেতা মিলু জানায়, শীর্ষ মাদক ব্যবসায়ী শাহানা তার বোন সেলিনাকে দিয়ে আমাদের এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এলাকাবাসীর অনুরোধে আমি তাদেরকে এলাকায় মাদক ব্যবসা করতে নিষেধ করেছি। এজন্য তারা আমাকেসহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা দিয়েছে। স্থানীয় প্রশাসনকে আমি অনুরোধ করবো তারা যেন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়।
এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, শাহানা বেগম প্রশাসনের তালিকভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। শাহানা ও তার বোনের বিরুদ্ধে স্থানীয় লোকজন অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply