শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদ্য বদলী হওয়া নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জনাব নূর হোসেন মাসুদ ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত অতিথিরা বক্তব্যে সদ্য বিদায়ী জেলা প্রশাসক তন্ময় দাস এর পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের জেলার অভিভাবক হিসেবে তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্ববান ও আন্তরিকতা পূর্ণ রাষ্ট্রীয় প্রতিনিধির দায়িত্ব পালন করতে পেরেছেন। আমরা তাঁর অবদান কে কখনো ভুলতে পারবোনা।
অপরদিকে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উপস্থিত সকল জনপ্রতিনিধিদের দায়িত্ব ও সার্বিক সহযোগিতা কে অবিস্বরণীয় ভূমিকা হিসেবে উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply