বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
প্রতিবেদক:মহামারী করোনার ক্লান্তিকালে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডে হত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল,আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনায়েত উল্লাহ মামুন ।
এছাড়াও জনগণকে সুরক্ষিত রাখতে ব্যক্তিগত উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। করোনার শুরু থেকেই জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণসহ ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য সাবান এবং পানির ট্যাংকি বসিয়েছেন এবং তা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন।
এসব কিছুই তার ব্যক্তি উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে । এনায়েত উল্লাহ মামুন বলেন, নোয়াখালীর মাটি ও মানুষের নেতা একরামুল করিম চৌধুরীর নির্দেশে আমি আমার ওয়ার্ডের জনগণকে আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এ চেষ্টা সব সময় অব্যাহত থাকবে । গত ঈদ-উল-ফিতরের সময় আমি আমার ওয়ার্ডের গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করি ।
Leave a Reply