শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাসের পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস।
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া। এসময় বক্তারা জেলা প্রশাসক তন্ময় দাসের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
এসময় সামছুদ্দিন জেহান বলেন, এই জেলার অনেক জেলা প্রশাসক অতীতে পদোন্নতি পেয়েই এখান থেকে বিদায় নিয়েছেন। আজকের সংবর্ধিত ব্যক্তিও তাদের মধ্যে একজন। আশা করি তিনি আমাদের মনে রাখবেন।
Leave a Reply