বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে সম্প্রতি সে দেশে গ্রেফতার করা হয়।
পাপুল বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (পাপুল) কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। আমাদের নমিনেশন চেয়েছিল আমি কিন্তু তাকে নমিনেশন দেইনি। ওই আসনটি আমরা জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির যে নমিনেশন পেয়েছিল, সে ইলেকশন করেনি। এর ফলে ওই লোকটি জিতে আসে। এরপর তার ওয়াইফ (সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম), সেও যেভাবেই হোক (সংরক্ষিত আসনের সংসদ সদস্য) হয়ে আসে। কাজেই এখানে আমাদের করার কিছু নেই।
রিজেন্ট হাসপাতালের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকেই ধরেছি। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে। অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এই তথ্যটা অন্য কেউ কিন্তু জানায়নি। আমরা সরকারের পক্ষ থেকেই এটা খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছি। সেখানে র্যাব গিয়েছে। এসব খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনাকালে ত্রাণসহায়তার দুর্নীতি ও অনিয়মের বিষয়ে শেখ হাসিনা বলেন, ৫০ লাখ পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য যে তালিকা, তা তিন দফা যাচাই-বাছাই করা হয়েছে। প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নামের তথ্য মিলিয়ে নেওয়া হয়েছে। সবকিছু যাচাই করে যথাযথ নিশ্চিত হয়েই বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে। ভুল যেসব নাম এসেছে, সেগুলো কেটেছেঁটে ফেলে দেওয়া হচ্ছে।এর আগে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply