প্রতিবেদক: নোয়াখালী-৪ সদর সুবর্ণচর আসনের বিপুল ভোটে নির্বাচিত তিন তিন বারের সংসদ সদস্য এই আসনের সর্বস্তরের গন মানুষের আস্থাভাজন আধুনিক সদর সুবর্ণচরের রুপকার আলহাজ্ব একরামুল করিম চৌধুরী এম পি কে মন্ত্রী বানানোর দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর ইউনিয়নের বাংলা বাজারে বাংলাদেশ মৎস্যজীবি ও জেলে ফেডারেশন ২০ নং আন্ডার চর ইউনিয়ন আহবায়ক কমিটির উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মৎস্য জীবি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃদুলাল মেম্বার বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ আজ অদৃশ্য মহামারি করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত, এই ভাইরাস প্রতিরোধে এবং ভাইরাস থেকে নোয়াখালীর মানুষকে বাঁচানোর জন্য, মৃত্যুর মিছিল থামানোর জন্য যে এমপি বলেন আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন সাস্থ্য মেনে চলুন প্রয়োজনে আমাকে ভোট দিবেন না
তার পর ও বলবো আপনারা সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
এই রকম একজন এমপি কে আমরা নোয়াখালী বাসী মন্ত্রী হিসেবে দেখতে চাই, এইটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের নোয়াখালী বাসীর প্রানের দাবী।এই সময় আরও বক্তব্য রাখেন ফেডারেশন এর আন্ডার চর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাছান, সদশ্য মোঃ করিম, মোঃ আলী প্রমুখ। ঘন্টা ব্যাপি এই মানববন্ধনে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply