শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
ইদানীং অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের (ChAdOx1 nCoV-19) উৎপাদনের জন্য বিশ্বজুড়ে চর্চায় রয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) নাম। ইতিমধ্যেই এই প্রতিষেধকের উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে এই সংস্থা। প্রতিষেধকটির শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। সব মিলিয়ে চলতি বছরের শেষেই অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে এই ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কার্যকরী ওষুধ ছাড়পত্র ইউরোপীয় ইউনিয়নের।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) তৈরি ক্যান্সার চিকিৎসার ওষুধ Lynparza-র ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। ক্লিনিক্যাল ট্রায়াল এই ওষুধটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের (pancreatic cancer) চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আশাতীত ফল মেলার পর অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিকিৎসায় প্রয়োগের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পেল ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) তৈরি ওষুধ Lynparza।
Leave a Reply