শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতনামূলক লিফলেট বিতরণ করছে ছাত্রলীগ।
রোববার (১২জুলাই ) সারাদিন নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য বিভাগকে আজগুবি বিভাগ বলে সারা বাংলাদেশে আলোচিত নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি’র পুরো নোয়াখালীতে কোভিড ১৯ এর সচেতনতা আরো বেগবান করতে বিনামূল্যে মাস্ক বিতরণের নির্দেশনা দিয়েছেন।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রাসেল, জেলা ছাত্রলীগ নেতা হামিদুর রহমান হিমেল, আরেক আজিজ রাব্বি এবং পৌর ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান রনি, সাগর, প্রান্ত সহ প্রমূখ।
এম.পি একরামুল করিম চৌধুরীর নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তরে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা মাস্ক বিতরণ চলমান রেখেছে, উনার পাঠানো দেড় লক্ষ মাস্ক প্রতিটি এলাকায় বিতরণ করেন ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। জনাব একরামুল করিম চৌধুরী এম.পি বলেছেন জনস্বার্থে যা যা করার দরকার তিনি তাহা করবেন।
Leave a Reply