বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
সালেহ উদ্দিন সবুজ: নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটি জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাত করেন। এসময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইসরাত সাদমিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম,ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ইসমাইল,সামসুল হাসান মীরন,আহসান উল্লাহ হুমায়ূন,সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু,অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্যাহ আখতার মিলন,যুগ্ম সম্পাদক বাসব কান্তি সরকার,শাহজাহান নাসিমসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা । জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক।
Leave a Reply