বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
প্রতিবেদক:করোনা মহামারিতে অসহায় দুস্থ জেলেদের মাঝে জাল বিতরণ করেছে নৌ-বাহিনী।সোমবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ভূমি অফিসের সামনে এ জাল বিতরণ করা হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে, নৌবাহিনীর তত্বাবধানে জাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার লে: কমান্ডার এস এম সেলিম জাহাঙ্গির ও তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুখ আহম্মেদ।
এসময় তমরদ্দি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ১২টি জেলে পরিবারের মধ্যে একসেট করে ইলিশ জাল বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবারকে জাল, রশি, চাক্কি, পুলুটসহ পরিপূর্ন একসেট করে জাল দেওয়া হয়।
নৌবাহিনী করোনা মহামারিতে উপকূলীয় জেলাগুলিতে এ পর্যন্ত ২৬ হাজার পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করে। এছাড়া বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা দুস্থ্য অসহায় পরিবারের মাঝে টেকসয় উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পেশার মালামাল বিতরণ করে আসছে।
Leave a Reply