বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর পুলিশ লাইন্সের দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুর ও লেকে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। প্রায় ১১ মণ রুই,কাতলা,মৃগেল , কালীবাইশসহ বিভিন্ন জাতের মাছেরর পোনা অবমুক্ত করা হয়।
জেলা পুলিশ লাইন্সে বসবাস করা পুলিশ সদস্য ও তাদের পরিবারের প্রায় চৌদ্দ-পনেরশত সদস্যর প্রতিদিনের আমিষের চাহিদা মিটানোর উদ্দেশ্য আমরা জেলা পুলিশ লাইন্স পুকরে প্রায় ১১ মণ রুই,কাতলা,মৃগেল ,কালীবাইষ সহ বিভিন্ন জাতের মাছ পোনা অবমুক্ত করি বলে জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার- দীপক জ্যোতি খীসা।
জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোন স্থানে যেন খালি পড়ে না থাকে সে জন্য আমরা পুলিশ লাইন্সের সকল ধরনের পরিত্যক্ত যায়গা খনন করে সেখানে কিছু লেক তৈরী করে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছি। পুকুরে মাছ চাষের ফলে আমাদের পুলিশ লাইন্সে অবাসিকে বসবাস করা পুলিশ সদস্যদের দৈনিক আমিষের চাহিদা মিটবে ও বাজারের উপর চাপ কমবে।
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্যই আমরা এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছি।এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিস্যা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, ও সদর থানা অফিসার ইনচার্জ নবীর হোসেন ।
Leave a Reply