শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৩ জুলাই) এক শোক বার্তায় সেতুমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শের অর্থনৈতিক উন্নয়নে বিশেষত শিল্প বিকাশে মরহুম বাবুলের অবদান স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, দেশ একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তাকে হারাল।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তি কালে শিল্প ও সেবাখাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তিনি সৃষ্টি করেন ব্যাপক কর্মসংস্হান।
এর আগে বিকেলে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Leave a Reply