শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মুজিব চত্বরে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক খোারশেদ আলম খাঁন মুজিব চত্তরে একটি চারা রোপণ করে কর্মসূচী উদ্ভোধন করেন।
এদিকে সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি ”গণভবনে” জাতীয়ভাবে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে আরো উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার, সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে ০১ (এক কোটি) বৃক্ষের চারা বিতরনের অংশ হিসেবে নোয়াখালী জেলার প্রতি উপজেলায় ২০৩২৫ টি বিতরন কর্মসূচীও অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply