রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে নির্মিত বহুতল ভবনের মালিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছেন প্রথম শ্রেণির পৌরসভা বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বৃহস্পতিবার সকালে বসুরহাট বাজার পরিদর্শনের সময় বসুরহাটের ছায়েদ ম্যানশন ভবনের ছয় তলার অনুমোদন নিয়ে ১০ তলা নির্মাণের বিষয়টি নজরে এলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এসময় মেয়র ওই ম্যানশনের ভাড়াটিয়া দোকান মালিকদেরকে তাদের ভাড়ার টাকা বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতিতে জমা দেয়ার নির্দেশসহ অবৈধ ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান।
Leave a Reply