রবিবার, ২২ মে ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহ:বার সকালে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কর্মসূচির প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। উপস্থিত ছিলেন নলচিরা রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, মুক্তিযোদ্বা কাজী আওরঙ্গজেব ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
হাতিয়া বনবিভাগ সূত্র জানায়, সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। হাতিয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে ২০ হাজার ৩শত ২৫টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে। মাসব্যাপি এ কর্মসূচিতে বনবিভাগের হাতিয়ার নলচিরা রেঞ্জের আওতায় খাসের হাট থেকে চারা বিতরণ অব্যাহত থাকবে।
Leave a Reply