শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো চারজন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে কবিরহাট বাজারের কেজি স্কুলের সামনে বসুরহাট-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসেম শাকিল (১৮), কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চাঁনপুর শাহ্ গ্রামের আবুল খায়ের’র ছেলে। আতহরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বসুরহাট-কবিরহাট সড়কের কবিরহাট বাজারের কেজি স্কুলের সামনে একটি অটোরিকশা বসুরহাট থেকে কবিরহাটের দিকে আসার পথে একটি পিকআপ ভ্যান ঘুরানের সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply