
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব (১২), ইমরান (১৩) ও নাহিদসহ (১১) কয়েকজন কিশোর মিলে খেলাধুলা করছিলো। এসময় বজ্রপাতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদ হাসপতালে চিকিৎসাধিন রয়েছে।
মারা যাওয়া শাকিব ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও ইমরান একই গ্রামের মো. গোফরানের ছেলে। শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনী ও ইমরান একই স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন দুই কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
Leave a Reply