শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন:মুজিব বর্ষের আহ্বান-লাগাই গাছ বাড়াই বন’ এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরু আলম ছিদ্দীকী রাজু।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান বলেন,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরাও সদর উপজেলায় বৃক্ষরোপন শুরু করেছি। সদর উপজেলার জন্য আমরা ৪ হাজার গাছ বরাদ্ধ পেয়েছি। আমরা ১৩টি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এ চারা গুলো বিতরণ করা হবে।
Leave a Reply