শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
প্রতিবেদক: ফেনীতে নতুন করে আরো ১১ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।সোমবার (২০ জুলাই) দুপুরে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, সোমবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ৭৩ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন, দাগনভূঞায় পাঁচজন, সোনাগাজীতে একজন, ছাগলনাইয়ায় দুইজন ও পরশুরামে একজন। জেলায় নতুন করে ১৭ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি জানান, সোমবার পর্যন্ত ছয় হাজার ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৯৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪১১ জন, সোনাগাজীতে ১৮৩ জন, দাগনভূঞায় ২২৯ জন, ছাগলনাইয়ায় ১৩৩ জন, ফুলগাজী ৬১ জন ও পরশুরামে ৬৪ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন। এদের মধ্যে ৭১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে করোনায়।
Leave a Reply