বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
প্রতিবেদক: কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন নোয়াখালীর সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার। বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, নোয়াখালীর সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিকে মো.আরিফুল ইসলামের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতির খবরে নোয়াখালী সদর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সফল এ ইউএনও’কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মুঠোফোনের ক্ষুদে বার্তাসহ সরাসরি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
Leave a Reply