April 12, 2021, 11:40 am
প্রতিবেদক:নোয়াখালীর কবিরহাটে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে হাজী আলম মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ডাক্তার জানান, করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়ে স্টোক জনিত কারনে তাঁর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৬জুলাই হাসপাতাল এসে নমুনা দিয়ে যান হাজী আলম মিয়া। ১৭জুলাই আসা রিপোর্টে ওই বৃদ্ধের করোনা পজিটিভ আসে। ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো হওয়ায় নিজ বাড়ীতে আইসোলেশনে ছিলেন তিনি। ২-৩দিন পর তিনি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেছিলেন।
২১জুলাই মঙ্গলবার সকালে বুকে ব্যাথা উঠলে পরিবারের সদস্যরা তাকে ঢাকার সমরিতা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে উনার ছেলে আমাদের নিশ্চিত করেছেন। করোনা থেকে সুস্থ্য হয়ে স্টোক জনিত কারনে তিনি মারা গেছেন। এনিয়ে উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬জনের।
Leave a Reply