বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিরাজ ডাক্তারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল অস্ত্র দেখিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লুটে নিয়েছে ৮লাখ টাকার মালামাল। ভুক্তভোগীর সিরাজ ডাক্তার জানান, রাত ৩টার দিকে টিনসেট ঘরের ভেড়া কেটে হঠাৎ ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮১ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৮লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় তারা অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করবেন।
কোম্পানীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, ডাকাতি হওয়া বাড়ি পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ডাকাতদের আটক ও লুটে নেওয়া মালামাল উদ্ধারে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply