বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন
এ আর আজাদ সোহেল: নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ নাইমুল হাসানের উপর অতর্কিত হামলা ও তাকে গুলিবিদ্ধ করে অজ্ঞাত সস্ত্রাসীরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নাইমুল মহতাপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে।
নাইমুলের মামাতো ভাই মোঃ রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টার সময় নাইমুল ঘর থেকে বের হয়ে তার মাছের খামারের উদ্যেশে রওনা হলে পুর্ব তিতার কান্দি সঃ প্রাঃ বিদ্যালয়ের রাস্তার উপর ওৎ পেতে থাকা ৫/৬ জন অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত নাইমুলের উপর হামলা চালিয়ে তাকে মাথায় দারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং বুকের ডান পার্শ্বে গুলি করে পালিয়ে যায় । পরে রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশংকা মুক্ত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছেন।
নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান আরমান জানান, নাইমুল চরমটুয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তাকে গত রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালায়। বিষয়টি খুবই দুঃখজনক। আমি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দ্রুত আসামীদের শনাক্ত করে গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।
১নং চরমটুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন আরজু বলেন,আমি নাইমুলকে দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে তার খোজ খবর নিয়েছি। তার জ্ঞান ফিরেছে। এখন সে আগের তুলনায় কিছুটা ভালো আছে। আমি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানাই।
এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
উল্লেখ্য যে এর আগে, চরমটুয়া ইউনিয়নে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক কোষাদক্ষ মরহুম ইউসুফ আলী সেলিম (নিশাত সেলিম), বাবুল মেম্বার সহ বেশ কয়েকটি হত্যাকান্ডের এখনো বিচার হয়নি। অজ্ঞাত সন্ত্রাসীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। স্থানীয়দের অভিযোগ চরমটুয়া ইউনিয়নে সন্ত্রাসীদের দৈরাত্বের দিন দিন বেড়েই চলেছে।
Leave a Reply