বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দুই দল মাদ্রক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ নজরুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে উপজেলার শুভপুর ইউনিয়নের তাহের আহম্মদ মেম্বার সড়কের মাথায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, নিহত নজরুল ইসলামের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা ছাড়াও নানা অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, দুটি রামদা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
নিহত নজরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের তাহের আহম্মেদের বাড়ির সামনে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম গ্রুপের সাথে আরিফ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে । খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে দ্রুত তারা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ আহত নজরুলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দু’টি রামদা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে দুই পক্ষের মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নজরুল ইসলামের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা ছাড়াও নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
Leave a Reply