শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলার পশুর হাট বাজারে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করে সবার সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য সদর উপজেলার বিভিন্ন জায়গায় গরু ছাগলের হাট বাজার ইজারাদারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার,সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন। মহামারী করোনা সংকটের কারণে সরকারি নির্দেশ মেনে কোরবানির হাটে কেনাবেচার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা গ্রহনের জন্য ইজারাদারদের প্রতি আহ্বান জানান শামছুদ্দিন জেহান।
Leave a Reply