বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গরুর চামড়া রাজধানীতে প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮-৩২ টাকা; ছাগলের চামড়া ১৩-১৫ টাকা এবং বকরির চামড়া ১০-১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ-সংক্রান্ত জুম প্ল্যাটফর্ম সভার শুরুতে এসব তথ্য জানান। একই সঙ্গে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা সংকটের কারণে এ বছর কাঁচা চামড়ার দাম কমিয়ে নির্ধারণ হয়েছে। তবে নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি না হলে রপ্তানি করা হবে বলে মন্ত্রী জানান।
Leave a Reply