শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মাত্র ৩৮৩টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬৯৯ জনে। এদের মধ্যে নগরীর ৬৩ জন ও ৭ জন বিভিন্ন উপজেলার।
রবিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে এক জনের এনিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা ২২৮ জন। নতুন করে সুস্থ হয়েছে ৬৭ জন, মোট সুস্থ এক হাজার ৯০০ জন।
জানা যায়, চট্টগ্রামের পাঁচটি ল্যাবে ৩৮৩ জনের নমুনা পরীক্ষার মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন।চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরণ ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন করোন রোগী শনাক্ত হয়।এরমধ্যে ক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষা হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply