নোয়াখালী প্রতিনিধি: নবাগত জেলা প্রশাসক খুরশিদ আলমের সাথে নোয়াখালীর কর্মরত সাংবাদিকদের সাথে রবিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খুরশিদ আলম খান।
গত ৬ জুলাই নোয়াখালীতে যোগদান করেন। যোগদানের পর তিনি প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। এ ছাড়া ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের সাথে সোমবার মতবিনিময় করেন।
এ সময় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে নোয়াখালীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নোয়াখালী প্রেস ক্লাবের চলমান সংকট নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এবংসকল সমস্যা সমাধান করার আশ্বস্ত করেন।
Leave a Reply