বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: “মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শামছুদ্দিন জেহান প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার,জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মোতালেব,সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান বলেন, মৎস্য চাষের মাধ্যমে নোয়াখালী সহ সকল জেলায় বেকারত্ব দুর করে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। পরে প্রধান অতিথি মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন।
Leave a Reply