শনিবার, ০২ জুলাই ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউপির জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ আজিজুল হক (বি এস সি, বিএড) স্মৃতি সংসদ এর উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম মোঃ আজিজুল হক (বি এস সি, বিএড) এর স্মরণে “দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় স্মৃতি সংসদ অফিস কক্ষে দোয়া পরিচালিত হয়।
এ সময় মরহুম আজিজুল হক স্মরনে উপস্থিত বক্তব্য রাখেন, জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নোয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন,জমিদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও নন্দন পুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন কামাল, করিমপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান স্বপন, সদস্য নিজাম উদ্দিন ,করিম পুর জামে মসজিদ এর কোষাদক্ষ ও বিদ্যালয়ের সাবেক শিক্ষক মানিক মিয়া,সাবেক কমিটির সদস্য ডাঃ নুর জামান,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ন কবির,সিনিয়র শিক্ষক(গণিত) মোঃ আফজাল হোসেন(সুমন), বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক, ন্যাশানাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নোয়াখালী এর লাইফ মেম্বার আব্দুল্লাহ ফারুক রানা,জমিদার হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার,মোঃ নাজমুল হক (সুজন), রফিক উল্যা, মজিব উল্যা,সাবেক মেম্বার শহিদ উল্যা সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বক্তরা মরহুম মাস্টার আজিজুল হকের হাতে প্রতিষ্ঠিত স্বনামধন্য জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল থেকে আজ অবদি বিদ্যালয়ের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় তারা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ববার গ্রহন করে স্কুলটিকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ায় বার বার মরহুম আজিজুল হক সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply