সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির নির্দেশে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন সদর উপজেলার চেয়ারম্যান এ কে.এম. সামছুদ্দিন জেহান।
সোমবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বিভিন্ন হাট বজারে জন সাধারনের মাঝে এ মাস্ক বিতরণ করেন।
উল্লেখ্য বাংলাদেশে করোনা ভাইরাস এর শুরু থেকে ভাইরাস উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রিয় নেতা সদর সুবর্নচর এর উন্নয়নের রুপকার একরামুল করিম চৌধুরীর এম পি নির্দেশে এই ভাবে কাজ করে আসছেন।
তিনি বলেন আমি নোয়াখালী বাসির কাছে কিছু নিতে আসিনি আমি দিতে এসেছি যতই দুর্য্যেগ আসোক না কেন আমি মানুষের পাসে আছি আমি মানুষের পাসে থাকব এতে আমার মৃত্যু হলে ও হবে ।
Leave a Reply