বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে পৌরসভার পক্ষ থেকে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ প্রণোদনার চেক তুলে দেন পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন।
এ সময় মেয়র শহিদ উল্যাহ খাঁন বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিকর্মী, খেলোয়াড় সহ পৌর এলাকার সব শ্রেণী পেশার মানুষের মাঝে পৌরসভার পক্ষ থেকে প্রণোদনা প্রদান করা হচ্ছে। সবাই যেন আনন্দে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়ে খোঁজ রাখছে পৌরসভা। অনুষ্ঠানে পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক নন এমপিওভুক্ত শিক্ষকের মাঝে প্রণোদনার চেক প্রদান করা হয়।
Leave a Reply