April 13, 2021, 7:03 pm
এ আর আজাদ সোহেল :কোরবানি ঈদ ত্যাগের অনুপম শিক্ষা দেয়। দেশের চলমান এই ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল আযহার ত্যাগের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ত্যাগ ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।
আমি এনকে টেলিভিশন মাধ্যমে,আমার পৌর এলাকার সকল মানুষকে বলব আপনারা অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে এবং মুখে মাস্ক পরে মসজিদে ঈদের জামাতে অংশ নেবেন। সাবধানে থাকবেন। সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। কোরবানির পশুর বর্জ নিদিষ্ট স্থানে জমিয়ে রাখুন যত্রতত্র ফেলে পরিবেশ দুষিত করবেননা। পৌরসভার গাড়ি যথাসময়ে এসে বর্জ তুলে নেবে। নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী পৌরবাসী ও সারাবিশ্বের প্রতিটি ঘরে ঘরে শান্তির অমিয় ধারা প্রবাহিত হোক-এই কামনা করে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন । ঈদ মোবারক।
Leave a Reply