শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী সদর উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন জেহান।এক শুভেচ্ছা বার্তায় জনগনের উদ্দেশ্যে তিনি এনকে টেলিভিশনকে জানান,আপনারা স্বাস্থ্য বিধি মেনে পশু কোরবানি করবেন।
মুখে অবশ্যই মাস্ক পরবেন। এবং সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সাবধানে থাকবেন। বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এ বছর হয়তো পূর্বের মত সবাই কোরবানি দিতে পারবে না।
করোনা মহামারির ফলে সারাদেশের মানুষের মাঝে গত বছরের মত কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। তাই আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
কোন অসহায় ও দুস্থ কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। করোনার এই কালো ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।সেইসাথে কোরবানি ঈদে সদর উপজেলাসহ সর্বস্তরের মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
Leave a Reply