শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী – ৪ আসনের সর্বস্থরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে পশু কোরবানি দেওয়ার মাধ্যমে ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগের এই ধারাবাহিকতার মাধ্যমে মানুষ ত্যাগের শিক্ষা লাভ করে।
দেশে করোনার প্রভাবে অনেকেই কোরবানি দেওয়ার সক্ষমতা হারিয়েছে। যারা সামর্থ্যবান আছেন সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো। তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। তিনি জনগনকে উদ্যেশ্যে করে এনকে টেলিভিশনকে বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক পরিয়ে ঈদের নামাজ আদায় করবেন ও কোরবানি দিবেন। সেইসাথে করোনা প্রতিরোধে সচেতন থাকবেন।
Leave a Reply