শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে অন্যান্য বছরের তুলনায় অনেক মানুষ এ বছর কুরবানী কম দেয়ায় গরীব অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সুুবিধা বঞ্চিত মানুষের জন্য কুরবানীর আয়োজন করেছে তিলোত্তমা ব্লাড ব্যাংক নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার উপজেলার সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কুরবানীর আয়োজন করা হয়। এতে তালিকাভূক্ত প্রায় শতাধিক পরিবারকে এ কুরবানীর মাংস উপহার হিসেবে প্রদান করা হয় এবং সংগঠনের সদস্যরা যারা আসতে পারেনি তাদের বাড়িতে বাড়িতে মাংস পৌঁছে দেয়।
তিলোত্তমা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা এডমিন সৈকত শাহরিয়ার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাসান মেম্বার, ডাঃ আব্দুল হালিম, ফজলে রাব্বি, এডমিন মিলাদ উদ্দিন, ফারুক উদ্দিন, আদনান রাজিব, জিয়াউর রহমান খোকন, তাহসান আমির ও নজরুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি তিলোত্তমা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এই পর্যন্ত হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে প্রায় ১ হাজার ৭ শত ব্যাগ রক্তের ব্যবস্থা করেছে। এছাড়াও, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply