বুধবার, ২৯ জুন ২০২২, ০৪:১০ অপরাহ্ন
চট্টগ্রাম সংবাদদাতা: বিক্রি করতে না পেরে চট্টগ্রামে শতশত চামড়া রাস্তায় ফেলে রেখেছেন মৌসুমী ব্যবসায়ীরা। নগরীর আতুড়ার ডিপো এলাকায় আড়তদারদের কাছে বার বার ধর্ণা দিয়েও সংগৃহীত চামড়া বিক্রি করা যাচ্ছে না। আড়তদাররা বলছে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় চামড়ার মান নষ্ট হয়ে গেছে, তাই এসব চামড়া আর কেনা সম্ভব না। ফলে এসব চামড়া রাস্তায় ফেলে রাখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ধার-দেনা করে অল্প লাভের আশায় চামড়া সংগ্রহ করে এখন লোকসানে চোখে অন্ধকার দেখছে চট্টগ্রামের চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে প্রতিটি চামড়া গড়ে দেড়শ টাকা করে কিনলেও আড়তদাররা এসব চামড়া এখন দশটাকা করেও কিনতে রাজি নয়। এ অবস্থায় নগরীর দেওয়ান হাট, আতুরা ডিপোসহ বিভিন্ন স্থানে সড়কেই চামড়া ফেলে রেখে যাচ্ছে অনেকে। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা।
এদিকে, চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা জানান, অনেকেই নিয়মমতো সংরক্ষণ করতে পারেনি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় চামড়ার মানও নষ্ট হয়ে গেছে, তাই এসব চামড়া আর কেনা সম্ভব না।
গত কয়েকবছর ধরে ট্যানারি মালিকরা আড়তদারদের পাওনা পরিশোধ না করায় এবার চামড়া সংগ্রহ করছে না অনেক আড়তদার। তারপরও চট্টগ্রাম অঞ্চলে পৌনে চার লাখের মতো চামড়া ইতোমধ্যে সংগৃহিত হয়েছে বলে জানান তাঁরা।
Leave a Reply